Wednesday, 16 September 2015

যন্ত্রণা


যন্ত্রণা ,
এও কি মধুর হতে পারে ?

চোখে তো তোর  জল,
তবু  ব্যথার জন্য কেন তুই  পাগল ?

আমি জানি
মরতে চাস তুই।
কিন্তু ,
সে তো ভালোবেসে।

নাকি ভালবাসার আঘাতে ?


যত আঘাত পাস ,
তত বাড়াস সহ্যর  সীমা।

রোজ রাতে দিনে যে তোকে ছিন্ন ভিন্ন করে
রক্ত মাখা ওই হাত টা তোর এত পছন্দ ?

ওর গায়ে তুই পাস না তোর জন্য ঘেন্নার গন্ধটা ?
ওর চোখে কি দেখিস না নিষ্ঠুরতার ছায়া ?

তোর চোখের চাহনি ও এড়াতে পারেনা ঠিকই
তোর শরীর ওকে আকর্ষণ করে ঠিকই

কিন্তু

তুই ভুলিস না তুই ওর কাছে শুধুই একটা ভুল অতীত
তোর ভালবাসা ওকে স্পর্শ করে না


তোর এই অনুভূতি গুলো ওর কাছে
পাঠ্যক্রম এর সেই এক ঘেয়ে কবিতা।
যার সুরেলা ছন্দই তাকে করে তোলে,
বড্ড একঘেয়ে আর অসহ্য।

জানি , অবাধ্য তোর মন।
অশান্ত চঞ্চল দিশেহারা
এক ফোঁটা বৃষ্টির আশায়।

এইই প্রখর উত্তাপের সাথে
পারবে কি যুঝতে ?

নাকি একদিন শুষে নেবে তোর শেষ রক্ত বিন্দুটাও ?


No comments:

Post a Comment