অনেকদিন পর
তোর লাল পাঞ্জাবি টার কথা মনে পড়ল
আর মনে পড়ল আমে কোলে তোর মাথা রাখার কথা
কি সুন্দর তুই
আমার আঙ্গুলের ফাকে তোর এলোমেলো চুল
তোর মুখের সেই আদর
তোর স্মৃতি তোর হাসির মতই সুন্দর
তোকে এত বছর পর প্রথম দেখা
তুই দাড়িয়েছিলি ওপরে
আমার হৃদস্পন্দন টা আরো একবার যেন থমকে গেল
তোর নিশ্বাস খুব কাছ থেকে আবার অনুভব করলাম
আরো একবার
তোর জামা টা আঁকড়ে দাড়ালাম
আরও একবার
তোর হাত তা আমার গালে রাখলি তুই
আরও একবার
আমার চোখে তাকালি
আরও একবার
এই বার আর তোর চোখ থেকে চোখ সরাইনি
একটা পলক ও ফেলতে ইচ্ছে করছিল না
আমাকে ভালোবাসলি অনিচ্ছা সত্বেও
আরও একবার
হয়ত শেষবার
আজ ও আমি পড়ে আছি
সেই মুহূর্ত গুলো আঁকড়ে।
শুধু তুই নেইই ওখানে।
কিন্তু পড়ে আছে এখনো
তোর স্পর্শ ,
তোর চাহনি ,
তোর চোখের আদর,
আর অনেক খানি তুই।
শুধু হারিয়ে গেছে একটাই
"আমরা"।
তোর লাল পাঞ্জাবি টার কথা মনে পড়ল
আর মনে পড়ল আমে কোলে তোর মাথা রাখার কথা
কি সুন্দর তুই
আমার আঙ্গুলের ফাকে তোর এলোমেলো চুল
তোর মুখের সেই আদর
তোর স্মৃতি তোর হাসির মতই সুন্দর
তোকে এত বছর পর প্রথম দেখা
তুই দাড়িয়েছিলি ওপরে
আমার হৃদস্পন্দন টা আরো একবার যেন থমকে গেল
তোর নিশ্বাস খুব কাছ থেকে আবার অনুভব করলাম
আরো একবার
তোর জামা টা আঁকড়ে দাড়ালাম
আরও একবার
তোর হাত তা আমার গালে রাখলি তুই
আরও একবার
আমার চোখে তাকালি
আরও একবার
এই বার আর তোর চোখ থেকে চোখ সরাইনি
একটা পলক ও ফেলতে ইচ্ছে করছিল না
আমাকে ভালোবাসলি অনিচ্ছা সত্বেও
আরও একবার
হয়ত শেষবার
আজ ও আমি পড়ে আছি
সেই মুহূর্ত গুলো আঁকড়ে।
শুধু তুই নেইই ওখানে।
কিন্তু পড়ে আছে এখনো
তোর স্পর্শ ,
তোর চাহনি ,
তোর চোখের আদর,
আর অনেক খানি তুই।
শুধু হারিয়ে গেছে একটাই
"আমরা"।
No comments:
Post a Comment