ইচ্ছে করে তোর হাতটা ধরে যাই ওই উঁচু পাহাড়টায় ,
যেখান দিয়ে মেঘ গুলো ছোয়া যাবে বেশ।
আর ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবো দুজনে।
যেখান দিয়ে মেঘ গুলো ছোয়া যাবে বেশ।
কিংবা ,
ধর যদি যাই কোনো বনে ?
ঝিঝি এর ডাকের কোলাহলে মাতবো,
রোদের লুকোচুরি খেলা দেখব ,
গায়ে মাখবো বুনো গন্ধ।
নাকি যাবি ঐই সমুদ্দুরে ?
যেখানে দুই নীল মিশেছে দিগন্তে।
যেখানে নীল জল রোজ স্নান করে লালে .
নাকি যাবি ঐই সমুদ্দুরে ?
যেখানে দুই নীল মিশেছে দিগন্তে।
যেখানে নীল জল রোজ স্নান করে লালে .
বালুকণা চকচক করে সাদা ফেনায়।
জানি , ইচ্ছে গুলো বড়ই সাধারণ তোর কাছে ,
আমার কাছে এটাই ঝিনুকের মধ্যে লুই রাখা সেই মুক্ত।
অনেক দামী আর স্বচ্ছ।
আসলে যেতে পারি যে কোথাও....
শুধু যদি থাকিস আঙ্গুলের ফাকে।
বন্ধ মুঠোয় থাকবে আমার হাত,
চোখ তোর চোখে ,
এগিয়ে চলব।
একটুও ভয় করবে না জানিস ?
জানি ক্লান্ত হলে নোয়াব মাথা তোর বুকে।
No comments:
Post a Comment