Monday, 3 August 2015

ভয়

 তুই কি সৃষ্টি 
নাকি আমার মৃত্যু ?

তুই আছিস 
নাকি সবই অলীক স্বপ্ন? 

তুই কে ?

নতুন করে গড়ছিস কি আমায় ?
নাকি গুড়িয়ে দিছিস ?

তবে যে তোর চোখ অনেক কিছু বলে আমায় 
সবই  কি আমার  মনের ভুল ।

আমার কাজল কালো চোখ যে তোর অনেক প্রিয়
তবে কালো ক্ষতগুলো কেন নয় ?

আমার হাসি তো এত প্রিয় তোর 
তবে কান্না কেন নয় ?

জন্মের সময় ও তো ক্ষত হযেছিল কারো দেহ 
ভেবে দেখেছিস কি ?

যন্ত্রণা তো সুখেরই ভোর 

আমি কি তবে হেরে গেলাম ওই যন্ত্রণার কাছে ?
ক্ষত গুলো কি এবার গ্রাস করবে আমার হৃদস্পন্দন ?


নাকি তুই আসবি যন্ত্রনায় ভাগ বসাতে ?
খুনসুটি করে কেড়ে নিবি তার কিছুটা ।


মাথায় হাত রেখে বলবি 
তোকে সবটা দেব না , আমারও  চাই 

নাকি ভয় পাবি দগদগে ঘায়ে 

নাকি শেষ হার মানার আগে এসে জিতিয়ে দিবি  আমায় ?

তোর গায়ের গন্ধ এখনো লেগে আমার শরীরে 
ক্ষত ছাপিয়ে। ...

ক্ষতগুলো শুকোবে একদিন 
কিন্তু দাগ যে থেকে যাবে রে !


তখন কি ভয় পাবি ?
এখনের মতো ?









No comments:

Post a Comment