Tuesday, 18 August 2015

ইচ্ছে




ইচ্ছে করে তোর হাতটা ধরে যাই ওই উঁচু পাহাড়টায় ,
যেখান দিয়ে মেঘ গুলো ছোয়া যাবে বেশ।
আর  ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবো দুজনে। 

  
কিংবা ,

ধর যদি যাই কোনো বনে ?
ঝিঝি এর ডাকের কোলাহলে মাতবো, 
রোদের লুকোচুরি খেলা দেখব ,
গায়ে মাখবো বুনো গন্ধ।


নাকি যাবি ঐই সমুদ্দুরে ?
যেখানে দুই নীল মিশেছে দিগন্তে।
যেখানে নীল জল রোজ স্নান করে লালে .
বালুকণা চকচক করে  সাদা ফেনায়।
 


জানি , ইচ্ছে গুলো বড়ই সাধারণ তোর কাছে ,
আমার কাছে এটাই ঝিনুকের মধ্যে লুই রাখা সেই মুক্ত।
অনেক দামী আর স্বচ্ছ।
 



আসলে যেতে পারি যে কোথাও....
শুধু যদি থাকিস আঙ্গুলের ফাকে।
বন্ধ মুঠোয় থাকবে আমার হাত,
 চোখ তোর চোখে ,
এগিয়ে চলব।
একটুও ভয় করবে না জানিস  ?
জানি ক্লান্ত হলে নোয়াব মাথা তোর বুকে। 

Monday, 3 August 2015

ভাঙ্গা কাচের টুকরো

কিছু শুকনো পাতা ।
আর একটা ভাঙ্গা কাচের টুকরো ।

কযেক ফোটা চোখের জল পরে তাতে
শুকনো পাতা\গুলোর আওয়াজ শুনতে পাচ্ছি এখনো ।


তবে কি তুই সত্যি চলে যাচ্ছিস ?


কাচটা আবছা হয়ে  যাচ্ছে
ফোটা ফোটা রক্ত আর চোখের জলে

পাছিস কি আর  দেখতে ?

পেছনে তাকাস না প্লিস
আমি এখন তোর বুকে মাথা দিয়ে শুয়ে

ক্লান্ত লাগছে ।
এবার ঘুমাবো তোর বুকে চিরতরে


ভয়

 তুই কি সৃষ্টি 
নাকি আমার মৃত্যু ?

তুই আছিস 
নাকি সবই অলীক স্বপ্ন? 

তুই কে ?

নতুন করে গড়ছিস কি আমায় ?
নাকি গুড়িয়ে দিছিস ?

তবে যে তোর চোখ অনেক কিছু বলে আমায় 
সবই  কি আমার  মনের ভুল ।

আমার কাজল কালো চোখ যে তোর অনেক প্রিয়
তবে কালো ক্ষতগুলো কেন নয় ?

আমার হাসি তো এত প্রিয় তোর 
তবে কান্না কেন নয় ?

জন্মের সময় ও তো ক্ষত হযেছিল কারো দেহ 
ভেবে দেখেছিস কি ?

যন্ত্রণা তো সুখেরই ভোর 

আমি কি তবে হেরে গেলাম ওই যন্ত্রণার কাছে ?
ক্ষত গুলো কি এবার গ্রাস করবে আমার হৃদস্পন্দন ?


নাকি তুই আসবি যন্ত্রনায় ভাগ বসাতে ?
খুনসুটি করে কেড়ে নিবি তার কিছুটা ।


মাথায় হাত রেখে বলবি 
তোকে সবটা দেব না , আমারও  চাই 

নাকি ভয় পাবি দগদগে ঘায়ে 

নাকি শেষ হার মানার আগে এসে জিতিয়ে দিবি  আমায় ?

তোর গায়ের গন্ধ এখনো লেগে আমার শরীরে 
ক্ষত ছাপিয়ে। ...

ক্ষতগুলো শুকোবে একদিন 
কিন্তু দাগ যে থেকে যাবে রে !


তখন কি ভয় পাবি ?
এখনের মতো ?









ছোট্ট একটা স্বপ্ন


ছোট্ট একটা স্বপ্ন রামধনুর মতন রঙিন ।

খোলা আকাশ নেমে আসুক তোর বুকে

ছুইয়ে যাক আমার চুল

তোর চোখে তৃপ্তির সুখ



হাসিতে বাতাস করুক গমগম

যেমন সন্ধের ঝিঝি পোকার ডাক আর হালকা কামিনীর গন্ধ


আর আমি প্রাণ ভরে শুনি ছোট ছোট পাযের শব্দ

খিলখিল' হাসি আর মা বলে তার ডাক

আমি তখন তাকিয়ে তোর চোখে

তুই অন্যমনস্ক
সেরা উপহারটা দিলি ....
কিন্তু অজান্তেই। .


Sunday, 2 August 2015

ঘুমন্ত তুই

আধো  আধো চোখে দেখছি তোকে।
ঘুমন্ত তুই।
তোর্ নিশ্বাস এর উষ্ণতা আমার গালে
তোর্ এলোমেলো আর মুখের স্নিগ্ধতা

এতটা সুন্দর নিষ্পাপ তুই ?

                                                           
বাইরে বৃষ্টির ফোঁটা জানলা বেয়ে নামছে ।
ইচ্ছে করছে  ঠোঁট ছুঁতে                              
কিন্তু এই অনুভূতিটা' যেন আলাদা। .


খানিকটা স্বর্গীয়। .



তোর্ প্রতিটা হৃদস্পন্দন আমারই জন্য রাখা ছিল
তোর্ বন্ধ  চোখের সারল্য আমার জন্যই তোলা ছিলো


আজ আমি পরিপূর্ণ...... ..
তোর্ ভালবাসায় ,
তোর  আলিঙ্গনে ।
সার্থক আমার নারীত্ব ,
তোর  চুম্বনে   ।