আবছা আলোয় ভেসে যাচ্ছে গলি ,
আমি দাড়িয়ে।
অপেক্ষায়। .......
চশমার কাচটা ঝাপসা হযে গেছে
ঘষা কাচের জানলায় একটা ছায়া আস্তে আস্তে ছোট হযে যাচ্ছে
চোখ বন্ধ করলাম
বাতাসে এখনো তোর্ গায়ের গন্ধ অনুভব করছি
তোর্ চোখের অস্বস্তি , তোর্ কপালের ভাঁজ , তোর্ গলার উঁচু স্বর
কেমন যেন গলা টিপে ধরে আছে এখনো আমায়
হাত মুঠো হযে আসছে
.ছায়াটা বিন্দু হযে গেল।
সব এখন ঘোলাটে
শেষ হবার পরের সাতটা মিনিট বোধ হয় শুরু হবে এখন
দেখব আবার তোকে প্রাণ ভরে সেই কোকড়া চুলে
তোর্ চোখের ভালবাসার চাহনি ,
মুখে হাসি
আর
এক সাথের সেই মুহুর্তগুলো
দেখব আর একবার
শেষবার
আমি দাড়িয়ে।
অপেক্ষায়। .......
চশমার কাচটা ঝাপসা হযে গেছে
ঘষা কাচের জানলায় একটা ছায়া আস্তে আস্তে ছোট হযে যাচ্ছে
চোখ বন্ধ করলাম
বাতাসে এখনো তোর্ গায়ের গন্ধ অনুভব করছি
তোর্ চোখের অস্বস্তি , তোর্ কপালের ভাঁজ , তোর্ গলার উঁচু স্বর
কেমন যেন গলা টিপে ধরে আছে এখনো আমায়
হাত মুঠো হযে আসছে
.ছায়াটা বিন্দু হযে গেল।
সব এখন ঘোলাটে
শেষ হবার পরের সাতটা মিনিট বোধ হয় শুরু হবে এখন
দেখব আবার তোকে প্রাণ ভরে সেই কোকড়া চুলে
তোর্ চোখের ভালবাসার চাহনি ,
মুখে হাসি
আর
এক সাথের সেই মুহুর্তগুলো
দেখব আর একবার
শেষবার
No comments:
Post a Comment