Thursday, 13 April 2017

স্বপ্ন

একটা স্বপ্ন , ঠিক স্বপ্নের মতন
খানিকটা সবুজ , আর খানিকটা নীল।

যেন লাল আলতা পায়ে আমি
ভাঙা কাচের ওপর দিয়ে চলেছি ,

যাবার রাস্তাটা যে তোর গায়ের গন্ধে এখনো ভরে।

একদিন তুই বলেছিলি
আলতা রাঙা আমার পা নাকি তোর খুব পছন্দ

তা বলে নিজেই আমার পা রাঙিয়ে দিবি ভাবিনি

তোর জন্য হাঁটতে পারি সারাজীবন
তোর আলতা মাখানো পায়ে

সঙ্গে করে নিয়েছি সেই দোমড়ানো কাগজটা
যেটার মধ্যে একদিন লুকিয়ে আনতে  বলেছিলি
এক মুঠো লাল রং মায়ের কৌটো থেকে চুরি করে

আর হাতে পড়েছি সেই ঝিনুকের মালা
যেটা সেবার এনেছিলি শুধু আমার জন্য

রজনীগন্ধা নিয়েছি এক তোড়া
তার জন্য, যে গড়েছে আমার তোকে
তার আদর্শে।

আর একটা বকুল ফুলের মালা
এক জনের চুলে লাগাবো বলে।
ঘিয়ে রঙের শাড়ী পরে যখন সে এই মালাটা চুলে লাগবে
তুই চোখ ফেরাতে পারবি না !

যদি ভাবিস শুধু তোর জন্য হেঁটে চলেছি
ভুল ভাবছিস !

আমি হাঁটছি
সেই দিনটার জন্য
যখন আমার ঘর ভরে থাকবে রজনীগন্ধা  আর বকুলে
আর আমার হাতের এই দোমড়ানো কাগজটা জায়গা পাবে একটা কৌটোয়

যদি তুই বলিস
ধুর পাগলী  স্বপ্ন কি কখনো সত্যি হয় ?

আমি বলবো,
কখনো অলীক স্বপ্নের পেছনে তাড়া করে দেখ
অসহ্য যন্ত্রণাও  যে আনন্দ দেয় তখন বুঝবি