Friday, 24 July 2015

চাতক

 এক ফালি রোদ মেঘের পেছনে লুকিয়ে
ঠিক যেমন তোর ভালবাসা লুকিয়ে আছে ঘন মেঘের পেছনে
আমি চাতক এখন'
কেন জানিস ?

উত্তরটা পেয়ে যাবি  বৃষ্টির ফোটায়। ......


ঘন বর্ষা আসুক নেমে আমার ওপর
ভিজে যাক আমার প্রতিটা পালক


জানি রোদ্দুরে শুকোব ডানা
উড়াল দেব আবার ঐই নীল আকাশে
প্রচন্ড উত্তাপে পুড়ব আবার।

চাতক কি চাস তুই ?
রোদ্দুর না বৃষ্টি ?

চাতক হাসে।

"বৃষ্টি ভেজা ডানা চাই শুকোতে "





শেষবার

আবছা আলোয় ভেসে যাচ্ছে গলি ,
আমি দাড়িয়ে।
অপেক্ষায়। .......
চশমার কাচটা ঝাপসা হযে গেছে
ঘষা কাচের জানলায় একটা ছায়া আস্তে আস্তে ছোট হযে যাচ্ছে
চোখ বন্ধ করলাম
বাতাসে এখনো তোর্ গায়ের গন্ধ অনুভব করছি
তোর্ চোখের অস্বস্তি , তোর্ কপালের ভাঁজ , তোর্ গলার উঁচু স্বর
কেমন যেন গলা টিপে ধরে আছে এখনো আমায়
হাত মুঠো হযে আসছে
.ছায়াটা বিন্দু হযে গেল।
সব এখন ঘোলাটে
শেষ হবার পরের সাতটা  মিনিট  বোধ হয় শুরু হবে এখন
দেখব আবার তোকে প্রাণ ভরে সেই কোকড়া চুলে
 তোর্  চোখের ভালবাসার চাহনি ,
মুখে হাসি
আর
এক সাথের সেই মুহুর্তগুলো
দেখব আর  একবার
শেষবার