এক ফালি রোদ মেঘের পেছনে লুকিয়ে
ঠিক যেমন তোর ভালবাসা লুকিয়ে আছে ঘন মেঘের পেছনে
আমি চাতক এখন'
কেন জানিস ?
উত্তরটা পেয়ে যাবি বৃষ্টির ফোটায়। ......
ঘন বর্ষা আসুক নেমে আমার ওপর
ভিজে যাক আমার প্রতিটা পালক
জানি রোদ্দুরে শুকোব ডানা
উড়াল দেব আবার ঐই নীল আকাশে
প্রচন্ড উত্তাপে পুড়ব আবার।
চাতক কি চাস তুই ?
রোদ্দুর না বৃষ্টি ?
চাতক হাসে।
"বৃষ্টি ভেজা ডানা চাই শুকোতে "
ঠিক যেমন তোর ভালবাসা লুকিয়ে আছে ঘন মেঘের পেছনে
আমি চাতক এখন'
কেন জানিস ?
উত্তরটা পেয়ে যাবি বৃষ্টির ফোটায়। ......
ঘন বর্ষা আসুক নেমে আমার ওপর
ভিজে যাক আমার প্রতিটা পালক
জানি রোদ্দুরে শুকোব ডানা
উড়াল দেব আবার ঐই নীল আকাশে
প্রচন্ড উত্তাপে পুড়ব আবার।
চাতক কি চাস তুই ?
রোদ্দুর না বৃষ্টি ?
চাতক হাসে।
"বৃষ্টি ভেজা ডানা চাই শুকোতে "